সুভা গল্প মডেল ১ বহুনির্বাচনী প্রশ্ন
মোট সময়ঃ ৩০ মিনিট, মোট নম্বরঃ ৩০
১। সবাই ভুলে গেলে কে বাঁচে?
(ক) সুভাষিণী
(খ) সুহাসিনী
(গ) প্রতাপ
(ঘ) সুকেশিনী
২। কোনটি কেউ কখনো ভোলে না?
(ক) মিথ্যা
(খ) অপরাধ
(গ) বেদনা
(ঘ) অন্যায়
৩। পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল-কে?
(ক) প্রতাপ
(খ) বাণীকণ্ঠ
(গ) সুকেশি
(ঘ) সুভা
৪। তাহার মা তাহাকে নিজের একটা ত্রটিরূপ দেখিতেন-কাকে?
(ক) সুকেশিকে
(খ) সুহাসিকে
(গ) সুভাকে
(ঘ) প্রতাপকে
৫। মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশরূপে দেখেন?
(ক) স্বামীকে
(খ) পিতাকে
(গ) দেশকে
(ঘ) কন্যাকে
৬। ‘সুভা’ গল্পে কালো চোখের সাথে সাদৃশ্য রয়েছে কিসের?
(ক) কচি কিশলয়ের
(খ) ক্ষমতার
(গ) উজ্জ্বল মণির
(ঘ) দ্রæত চঞ্চল বিদ্যুতের
৭। মুখের ভাব বৈ আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার কিসের ভাষা অসীম উদার?
(ক) চোখের
(খ) মুখের
(গ) ঠোঁটের
(ঘ) হাসির
৮। ‘সুভা’ গল্প অনুসারে অতলস্পর্শ গভীর কী?
(ক) চোখের চাহনি
(খ) চোখের ভাষা
(গ) চোখের রং
(ঘ) চেতনা
৯। ‘সুভা’ গল্প অনুসারে স্বচ্ছ আকাশের সাথে সাদৃশ্য রয়েছে কিসের?
(ক) সুন্দর মুখের
(খ) সুন্দর চুলের
(গ) চোখের ভাষার
(ঘ) মুখের ভাষার
১০। ছায়ালোকের রঙ্গভূমি কেমন?
(ক) সুন্দর
(খ) নিস্তব্ধ
(গ) কোলাহলপূর্ণ
(ঘ) নির্জীব
১১। কাদের একঘরে করে দেওয়ার জনরব শোনা যায়?
(ক) প্রতাপদের
(খ) গোঁসাইদের
(গ) মন্ডলদের
(ঘ) বাণীকণ্ঠের
১২। বাণীকণ্ঠের কী ছিল?
(ক) বন্ধু
(খ) শত্রæ
(গ) ছেলে
(ঘ) অভাব
১৩। কিছু দিনের জন্য বাণীকণ্ঠ কোথায় গেল?
(ক) মেয়ের বাড়ি
(খ) বোনের বাড়ি
(গ) বিদেশ
(ঘ) গ্রামের বাড়ি
১৪। বাণীকণ্ঠ ফিরে এসে সবাইকে নিয়ে কোথায় যাওয়ার কথা বলে?
(ক) গ্রামের বাড়ি
(খ) বাংলাদেশ
(গ) বিদেশ
(ঘ) কলকাতা
১৫। প্রতাপ সুভাকে কী পাওয়া গেছে বলে?
(ক) মাছ
(খ) বর
(গ) বন্ধু
(ঘ) বাড়ি
১৬। চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে কী বলে?
(ক) শুক্লাদ্বাদশী
(খ) চতুর্দশী
(গ) একাদশী
(ঘ) পূর্ণিমা তিথি
১৭। ‘গন্ডদেশ’ অর্থ কী?
(ক) চোখের পাতা
(খ) নয়ন
(গ) গাছের পাতা
(ঘ) হাতের পাতা
১৮। ‘নেত্রপল্লব’ বলতে কী বোঝ?
(ক) চোখের পাতা
(খ) নয়ন
(গ) গাছের
(ঘ) হাতের পাতা
১৯। ‘সুভা’ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত?
(ক) গল্পগুচ্ছ
(খ) মানসী
(গ) বলাকা
(ঘ) বিচিত্র প্রবন্ধ
২০। যে কথা না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না- এ বাক্যে প্রকাশ পেয়েছে-
- বাক্প্রতিবন্ধীর প্রতি সমাজের মানুষের অবহেলা
- যে কথা বলতে পারে না তারও অনুভব শক্তি রয়েছে
iii. নির্বাক প্রাণীর প্রতি মমত্ববোধ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২১। সুভা বিধাতার অভিশাপরূপে পিতার ঘরে জন্মগ্রহণ করেছে, একথা সুভা শিশুকাল থেকে জানে-
- মায়ের বিরক্ত হওয়া দেখে
- সকলের কথা শুনে
iii. সকলের দুশ্চিন্তা দেখে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২২। কালো চোখকে তর্জমা করতে হয় না, কারণ-
- মনের কথা চোখে ওপর ছায়া ফেলে
- চোখ
iii. হাসে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৩। সুভা অবসরে কোথায় বসে থাকে?
(ক) রাস্তায়
(খ) বাগানে
(গ) নদীতীরে
(ঘ) পুকুরপাড়ে
২৪। প্রকৃতি কার, ভাষার অভাব পূরণ করে দেয়?
(ক) প্রতাপের
(খ) সুভাষিণীর
(গ) সুহাসিনীর
(ঘ) সুকেশিনীর
২৫। সুভার হয়ে কথা বলে কে?
(ক) সুভার মা
(খ) সুভার পিতা
(গ) প্রকৃতি
(ঘ) নদী
২৬। ‘সভা’ গল্প অনুসারে প্রকৃতির শব্দ এবং বিচিত্র গতি কী?
(ক) অন্ধের চোখ
(খ) বোবার ভাষা
(গ) সুভার কথা
(ঘ) প্রকৃতির আর্তনাদ
২৭। ঝিল্লিরবপূর্ণ তৃণভূমি হতে শব্দতীত কোন লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সংগীত, ক্রন্দন এবং দীর্ঘ নিশ্বাস?
(ক) ত্রিলোক
(খ) ভূলোক
(গ) নক্ষত্র লোক
(ঘ) সূর্যলোক
২৮। বোবা প্রকৃতির মুখোমুখি চুপ করে বসে থাকে কে?
(ক) বাণীকণ্ঠ
(খ) প্রতাপ
(গ) সুভা
(ঘ) সুকেশি
২৯। ঝিল্লিরবপূর্ণ তৃণভূমি হতে শব্দতীত কোন লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সংগীত, ক্রন্দন এবং দীর্ঘ নিশ্বাস?
(ক) ত্রিলোক
(খ) ভূলোক
(গ) নক্ষত্র লোক
(ঘ) সূর্যলোক
৩০। বোবা প্রকৃতির মুখোমুখি চুপ করে বসে থাকে কে?
(ক) বাণীকণ্ঠ
(খ) প্রতাপ
(গ) সুভা
(ঘ) সুকেশি
উত্তর পেতে আমাদের পেইজে বা WhatsApp এ নক দিন।